Nazirpur United College
Nazirpur,Muladi,Barisal
EIIN: 000000,   Institute Code: 0000

Principal Image

শেখর চন্দ্র মিস্ত্রী

Message of The Principal
অধ্যক্ষ
শেখর চন্দ্র মিস্ত্রী

শিক্ষা মানব জীবনে মনুষত্ব্যের এক অতি আবশ্যকীয় অনুষঙ্গ। শিক্ষা হলো জিজ্ঞাসার মাধ্যমে সত্যের সন্ধান-আর এ সত্য উদঘাটনে শিক্ষক ও শিক্ষার্থী একই পথের সহযাত্রী। আজকের মানুষের সভ্যতা, তার জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, দর্শন, সমাজ ব্যবস্থা, রুচি, পরিবেশ এমনকি প্রাত্যহিক জীবনযাত্রা প্রনালী সবই মানুষের শিক্ষার ফল, তার আকাঙ্খা ও অধ্যবসায়ের ফসল। শিক্ষার এই মহান আদর্শকে প্রত্যন্ত গ্রাম বাংলার দীপাঞ্চলে অবষ্থিত নাজিরপুর এর কৃষক, শ্রমিক, জেলে, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে যে সকল মহান কৃত্বিমান শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও তাদের সহযোদ্ধাবৃন্দ একতাই বল এই মূলমন্ত্রে দিক্ষিত হয়ে ১৯৯৪ খ্রি. নাজিরপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠা করে আজও ক্লান্তিহীন কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। কলেজটি ১৯৯৪ খ্রি. উচ্চমাধ্যমিক শিক্ষাক্রম নিয়ে যাত্রা শুরু করলেও সময় আর চাহিদার প্রয়োজনে ১৯৯৮ খ্রি. স্নাতক (পাস) এবং ২০১৭ খ্রি. এসে স্নাতক(সম্মান) কোর্স চালূ করে উচ্চশিক্ষার অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সিলেবাস ভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা ও নিজস্ব শিক্ষা সংস্কৃতি উন্মেষ ঘটিয়ে সর্বমহলে নতুন আঙ্গিকে আত্নপরিচয় দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় ‘ভিশন-২০৪১” সালের মধ্যে ডিজিটাল উন্নত বাংলাদেশ বিনির্মানে স্বপ্ণকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সকল প্রকৃতিগত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে আমরাও সমান তালে এগিয়ে যাচ্ছি। মান সম্পন্ন শিক্ষাই শিক্ষার্থীদের ভবিষ্যত পাথেয়। এই চ্যালেন্সকে সামনে রেখেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি সু-শৃঙ্খল সৃষ্টিশীল আধুনিক মনোনশীল শিক্ষিত প্রজন্ম তৈরীতে আমরা সংকল্পবদ্ধ। সততা নিষ্ঠা জবাবদিহিতা ও দায়বদ্ধতার অনুশীলন কলেজটির মূল পরিকাঠামো। কলেজে রয়েছে নিরাপদ, মনোরম ও নান্দনিক শিক্ষা পরিবেশ। ক্যাম্পাসজুরে নিরাপত্তার সকল স্তরে রয়েছে পরিপূর্ণ ডিজিটাল নিরাপত্তার ব্যবস্থার প্রবর্তন (সিসিটিভি)। দৃষ্টান্ত স্থাপনকারী দেশপ্রেমে উদ্ভুদ্ধ খ্যাতিমান শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত গভর্ণিং বডি কলেজের মূল চালিকা শক্তি। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কলেজ প্রাঙ্ঘনে নির্মান করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্য উত্তরণ’৭১। তাছাড়া কলেজ অঙ্গনে রয়েছে সুবিন্যস্ত খেলার মাঠ, সমৃদ্ধ গ্রন্থগার, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার এবং শিক্ষকদের জন্য রয়েছে আবাসনের সু-ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আধুনিকায়ন যুযোপযোগি এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে আমরা দৃঢ় প্রতিঞ্জ। তারই ধারাবাহিকতায় আমাদের আকাঙ্খিত কলেজের ওয়েবসাইটটি উন্মুক্ত করে দিয়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বপরিমন্ডলে আমাদের পরিচিতি ছড়িয়ে পড়বে। এর ফলে গভর্ণিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বমহলে প্রাতিষ্ঠানিক তথ্যের অবাধ প্রবাহ ও সুযোগ সুবিধা নিশ্চিত হবে এটাই প্রত্যাশা করছি। সর্বান্তকরনে আমি সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।